ঢাকা-৮ আসনে সাদিক কায়েম প্রার্থী হতে পারেন
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে অন্য সব আসনের মতো ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর) আসন নিয়ে নানা হিসাব-নিকাশ কষছেন রাজনৈতিক দলগুলো। আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েমের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করছে বলে জানিয়েছে সংগঠনটি।
রোববার (৭ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, আমরা সাদিক কায়েমের বিষয়ে চেষ্টা করছি। আলাপ-আলোচনা করে একমত হওয়া গেলে আমরা ঘোষণা করবো ইনশা-আল্লাহ। পাশাপাশি তরুণ আরও যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে নিয়েও আলোচনা হচ্ছে।






