ঢাকা ও ময়মনসিংহে বাসে আগুন পুড়ে মারা গেলেন ঘুমন্ত চালক
রাজধানী ঢাকার তিন স্থানে এবং ময়মনসিংহে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চালক।
সোমবার (১০ নভেম্বর) রাত ৩টার দিকে ভালুকজান পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাড়িটি রাত ২টা ২৫ মিনিটের সময় ওই পেট্রোল পাম্পের সামনে পার্কিং করে চালক জুলহাস বাসেই ঘুমিয়ে যান। হঠাৎ স্থানীয়রা বাসে আগুন দেখতে পান। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলে বাসের ভেতরে একজনের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ দগ্ধ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে রাজধানী ঢাকার তিন স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। এর আগে সোমবার (১০ নভেম্বর) সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সোমবার দিবাগত রাত পৌনে ১টা থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাত ৪টার মধ্যে ঢাকার তিন স্থানে এসব অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪টায় উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, ঘটনার সময় বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল।
প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে আন্দোলনে ‘হামলা ও মানুষ হত্যার’ অভিযোগ আনা হয়েছে। দলটির কর্মসূচির মধ্যে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিন গাড়িতে আগুনের ঘটনা ঘটে।







