ধর্মীয় অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে এবং নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী তরুণী ফাবিহা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রেলওয়ে পার্কিং অবরোধ করেছে শায়েস্তাগঞ্জের সর্বস্তরের মুসলিম জনতা।
সোমবার (১১ নভেম্বর) বাদ আসর এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ‘নবীর অবমাননার বিচার চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শায়েস্তাগঞ্জ শহর।
প্রধান সড়কে মিছিল, সমাবেশে হুঁশিয়ারি শাখস্তাগঞ্জের ডাইভার বাজার মসজিদের সামনে থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে পার্কিং এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং যুবসমাজসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা চুনারুঘাট উপজেলার কোটিরগাঁওয়ের ফাবিহা আক্তারের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, নবীজি হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর স্ত্রীকে নিয়ে এমন জঘন্য মন্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে এবং তা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়।
বক্তারা সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, ”অবিলম্বে ফাবিহা আক্তারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডের সাহস না পায়। ধর্মীয় অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। যদি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হয়, তবে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হাফিজ মাওলানা জিয়াউল হক চৌধুরী। মাওলানা তাজুল ইসলাম মোতালিবের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মাহবুব মোস্তফা, হাফিজ নূরুল আমীন, মাওলানা শেখ আফরোজ আহমদ, হাফিজ মাওলানা হামদুল্লাহ ইউসুফ, আল আমিন সাইফি ও জনাব রফিকুল ইসলাম।
শান্তিপূর্ণ এই কর্মসূচি শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।








