দক্ষিণ সুরমা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কায়স্তরাইল এলাকা থেকে অপহৃত অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া স্কুলছাত্রী খুলনার খানজাহান আলী থানাধীন একটি স্কুলের শিক্ষার্থী। বুধবার (১৪ জানুয়ারি) রাতে র্যাবের একটি বিশেষ দল দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত যুবকের নাম সোহাগ মিয়া (২৯)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছনখাইর এলাকার নূর ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর ভিকটিম আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে অনুসন্ধানে জানা যায়, অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন যুবক খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেইট বাসস্ট্যান্ড এলাকা থেকে জোরপূর্বক তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে খুলনার খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং অভিযানের মাধ্যমে অপহৃত স্কুলছাত্রীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।






