এমসি কলেজের বাংলা বিভাগে ‘ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদ’ গঠন
ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বাংলা বিভাগে সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করার লক্ষ্যে ৪১ সদস্য বিশিষ্ট ‘ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদ’ গঠিত হয়েছে। গত রোববার কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির অনুমোদন দেন। এই নতুন কমিটি বাংলা বিভাগের শিক্ষার্থীদের সাহিত্যমনস্কতা বৃদ্ধি, নিয়মিত সেমিনার, পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার মধ্য দিয়ে বিভাগীয় কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নবগঠিত কমিটিতে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী লবীব আহমদকে মুখ্য সম্পাদক এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাঈদ আফ্রিদি সুহেনকে প্রতিনিধি সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ছাত্র উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মাস্টার্সের শিক্ষার্থী সেলিম আহমদ, মিজানুর রহমান, সালমা আক্তার, জাহাঙ্গীর আলম, অমি দাস এবং ফেরদৌসী আক্তার।
এছাড়া, কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন: যুগ্ম মুখ্য সম্পাদক হিসেবে রফিক আহমদ ত্বোহা, সহকারী মুখ্য সম্পাদক মো. নাঈম হোসেন আখঞ্জী ও মো. মুশফিকুর রহমান, এবং যুগ্ম প্রতিনিধি সচিব আহমদ সাদিক মাসুম। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান আহমদ এমরান এবং সহ অর্থ সম্পাদক তাহমিনা আক্তার তান্নি।
সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সামায়ুন কবির এবং সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিমা বেগম। প্রচারের দায়িত্বে আছেন প্রচার সম্পাদক মেহেদী হাসান তানিম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মুসা নূর এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক এমরানুল হক। দপ্তর সম্পাদক রাসেল মিয়া ও সহ-দপ্তর সম্পাদক সন্দিপন চৌধুরী দাপ্তরিক কাজ পরিচালনা করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-আন্তর্জাতিক সম্পাদক সায়মা আক্তার, সাহিত্য সম্পাদক সুবর্ণা আক্তার, সংস্কৃতি সম্পাদক গুনশ্রী দাস তিথি, ক্রীড়া সম্পাদক হাসান আহমদ, শিক্ষা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ঐশি দাস, গ্ৰন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাতেমা জান্নাত জাকিয়া, গবেষণা ও পাঠাগার সম্পাদক ওলিউর রহমান। পাঠচক্র সম্পাদক লিজা বেগম এবং সহ-পাঠচক্র সম্পাদক খাদিজা নিয়মিত পাঠচক্র পরিচালনা করবেন। অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিল আহমদ। ছাত্রী বিষয়ক সমন্বয়ক হিসেবে রয়েছেন পূজা দে মিলি, মাছুমা আক্তার, শেখ বরাত, তাসমিনা নাজু, রিক্তা রায়, দেওয়ান মাহিয়া খান, রিদফাতুন সাদিয়া এবং তনুশ্রী দাস চৌধুরী।
এছাড়াও, কার্যকরী প্রতিনিধি হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন সর্বজয়া তালুকদার, বিপ্রেশ দাস, মামুনুর রশীদ মামুন, সুমাইয়া আক্তার, আব্দুল মাজেদ, আনিশা আক্তার, তাদমিরান খান এবং নার্গিস আক্তার বন্যা।







