হবিগঞ্জ প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনের উদ্যোগে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কাজ করা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে তিলাওয়াত ও মিলাদ পাঠ করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনন্তপুর জামে মসজিদের ইমাম ও আলেম সমাজের বিশিষ্ট ব্যক্তি মুফতি সৈয়দ হোসেন বেলালী।
মোনাজাতে কর্মরত সাংবাদিকরা এবং সংস্কার আন্দোলনের সংশ্লিষ্ট দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্ট পত্রিকা হবিগঞ্জ প্রতিনিধি মীর মোঃ আব্দুল কাদির, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আব্দুল হান্নান চৌধুরী টিপু, আর টিভি, দৈনিক আজকের কাগজ ও দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, নাগরিক টিভি ও গণকণ্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর রহমান, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আব্দুল নুর বাবুল, দৈনিক ভোরের আকাশ এর প্রতিনিধি রেজাউল খাঁন, দৈনিক বাংলাদেশ আলো ও দৈনিক প্রতিদিনের বানী প্রতিনিধি জুয়েল চৌধুরী, দৈনিক জনতা প্রতিনিধি এম এ জলিল, এটিএন নিউজ এর প্রতিনিধি আল আমিন খানসহ সদস্যরা অংশ নেন। এছাড়া ও উপস্থিত ছিলেন, ৭১ টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, আয়োজকরা বলেন—বেগম খালেদা জিয়া দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব; তার সুস্থতা কামনায় এ ধরনের সামাজিক-ধর্মীয় আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে সংস্কার আন্দোলনের পক্ষ থেকে সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।






