ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর ও সেক্রেটারি তাজ
সিলেটের ঐতিহ্যবাহী জিন্দাবাজারের ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। ব্যবসায়ীদের মৌন সম্মতির ভিত্তিতে মার্কেট ব্যবসায়ী সমিতির ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস এর স্বত্বাধিকারী আতাউর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে তাজ এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী তাজ উদ্দিন তাজিম নির্বাচিত হয়েছেন।
রবিবার বিকেলে মার্কেট প্রাঙ্গণে আহবায়ক কমিটির এক সাধারণ সভা অনুষ্টিত হয়। আহবায়ক কমিটির আহবায়ক ব্যবসায়ী আব্দুল হামিদ মানিকের সভাপতিত্বে ও আব্দুল হামিদ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক। এসময় তিনি বলেন,মার্কেটে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে কমিটি করতে হয়। ইদ্রিস মার্কেট সিলেটের একটি ঐতিহ্যবাহী ও পুরনো মার্কেট। এই মার্কেটের যে সুনাম রয়েছে নতুন কমিটি ভবিষ্যতে আরো বেশি করে সুনাম ছড়িয়ে দিতে কাজ করবেন।
এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান,মো.তাজুল ইসলাম,লুতফুর রহমান প্রমুখ।
নতুন কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র সহসভাপতি মো. তাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আহাদ, সহ সাধারণ সম্পাদক নিপেন্দ্র কুমার দাস, অর্থ সম্পাদক জাহেদ আহমদ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সুহেল, সহ সাংগঠনিক সম্পাদক মো.সোনাহর আলী সোহেল, প্রচার সম্পাদক আব্দুল লতিফ চৌধুরী, সদস্য যথাক্রমে জয়নাল আবেদিন, সাহাব উদ্দিন, সাহাদত হোসেন, মাওলানা আব্দুল্লাহ, আতাউর রহমান, আতিকুর রহমান, মো. মিজানুর রহমান ও হুমায়ুন কবির।






