ইংলিশদের ১২ বছর পর হারাল নিউজিল্যান্ড
সেই ২০১৩ সালে ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর থেকে টানা তিন সিরিজে স্রেফ হেরেই গেছে দলটা। তবে প্রায় ১২ বছর পর সে খরা কাটাল নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারাল ওয়ানডে সিরিজে।
হ্যামিলটনে আজ বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে দলটা। দেরিতে দলে ঢোকা ব্লেয়ার টিকনারই ধসিয়ে দিয়েছেন ইংলিশদের, নিয়েছেন ৪ উইকেট আর ড্যারিল মিচেল করলেন অপরাজিত ৫৬ রান।
ইংল্যান্ডকে মাত্র ৩৫ ওভারেই ১৭৫ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। জোফরা আর্চারের তেজি বোলিং কিছুটা চাপে ফেললেও, আগের ম্যাচের মতোই মিচেল ব্যাট হাতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
রবিবার কাইল জেমিসনের বদলে দলে যোগ দেন টিকনার। বুধবার ম্যাচের আগে পেসার ম্যাট হেনরি চোটে ছিটকে গেলে সুযোগ পান একাদশে। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ওয়ানডে খেলে নিজের ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার তুলে নেন এই ৩২ বছর বয়সী পেসার।
জো রুটকে ২৫ রানে ফেরানোর পর টেল-এন্ডারদের একে একে তুলে নিয়ে নেন টিকনার। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন জেমি ওভারটন। হ্যারি ব্রুক ৩৪ রান করে মিচেল স্যান্টনারের বলে আউট হন।
ইংলিশ ইনিংস গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডেরও। আর্চারের তীব্র গতির বলে ইনিংসের চতুর্থ বলেই উইল ইয়ং এলবিডব্লিউ হয়ে যান শূন্য রানে। কেইন উইলিয়ামসন করেন ২১ রান, এরপর রাচিন রবীন্দ্রর সঙ্গে জুটি গড়েন মিচেল। ৫৪ রানের ইনিংস খেলে রবীন্দ্র ফেরেন আর্চারের বলে। এরপর টম লাথামও দ্রুত আউট হন আদিল রশিদের বলে।
শেষদিকে অধিনায়ক স্যান্টনার ৩৪ রানে অপরাজিত থাকেন, আর মিচেল বাইরের প্রান্তে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন ৩৪তম ওভারে। তৃতীয় ওয়ানডে শনিবার ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে






