ইসকন নিষিদ্ধের দাবিতে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ মিছিল
ধর্ষণ, গুম, হত্যা এবং দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কে একটি উগ্রবাদী, জঙ্গী ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে এর কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ (অক্টোবর) রোজ সোমবার বিকাল ৫ঘটিকায় শায়েস্তাগঞ্জের সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শায়েস্তাগঞ্জের জনমনে ব্যাপক সাড়া ফেলে। বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইব্রাহিম মাসুম।
মিছিলে বক্তারা অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান এবং সংগঠনটির বিরুদ্ধে আনীত ধর্ষণ, গুম, হত্যাসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এসময় আরও বক্তব্য রাখেন, মাওলানা দরছ আলী খান, মাওলানা মুফতি মনসুর, জালাল আহমেদ, সভাপতি, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস হবিগঞ্জ জেলা শাখা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসকন ধর্মীয় আবরণে উগ্রবাদী ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় এই সংগঠনকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। তারা আরও বলেন, ইসকনের বিতর্কিত কর্মকাণ্ড দেশের সামাজিক সম্প্রীতি নষ্ট করছে।
বক্তব্য শেষে নতুনব্রীজ বড় মসজিদের ইমাম মাওলানা মুফতী তৈয়বুর রহমান মুসলিম উম্মাহ ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, আব্দুস সালাম, হারুন মিয়া, দুধন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা।






