জামিয়া হাতিমিয়া হাফিযিয়া মাদরাসার শিক্ষা সেমিনার বৃহস্পতিবার
জামিয়া হাতিমিয়া হাফিযিয়া মাদরাসা শিবগঞ্জ সিলেট এর আবনাদের সংগঠন “আল হাতিম আবনা পরিষদ” এর উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাদ আসর থেকে রাত ৯টা পর্যন্ত মাদরাসা মিলনায়তনে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সদর-আযাদ দ্বীনি এদারায়ে তা’লিম বাংলাদেশ ও মাদরাসার মুহতামিম আল্লামা শায়খ জিয়া উদ্দীন ও মাদরাসা নির্বাহী মুহতামিম ও আল হাতিম আবনা পরিষদের সভাপতি মাওলানা আনওয়ার হোসাইন চৌধুরী।
উক্ত শিক্ষা সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহ জালাল রহ. এর শায়খুল হাদিস মাওলানা মাহমুদ হোসাইন, লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট দায়ী’ ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা যাইনুল আবেদীন, জামেয়া রামধা এর ইসলামী চিন্তাবিদ ও শায়খুল হাদিস মাওলানা ফয়যুল হাসান খাদিমানী।
উক্ত শিক্ষা সেমিনারে সবাইকে উপস্থিত আহবান জানিয়েছেন আল হাতিম আবনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।








