জয়ের ধারা ধরে রাখার অঙ্গীকার আর্জেন্টিনা কোচের

আগামী বছরের বিশ্বকাপের গ্রুপ প্রতিপক্ষ ঘোষণা হওয়ার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিলেন-২০২২ কাতার বিশ্বকাপ জেতার যে সফল পদ্ধতি, সেটাই ধরে রাখবে আলবিসেলেস্তেরা। ড্র অনুষ্ঠানে ট্রফি হাতে হাজির হয়ে তিনি জোর দিলেন মাঠে সর্বোচ্চ প্রচেষ্টা ও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাওয়ার ওপর।
স্কালোনি বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দেব এবং চেষ্টা করব কাতারে যা করেছিলাম, সেটাই করতে-মানে যা দেওয়ার আছে সব দেব, কোনো বল লড়াই ছাড়া ছাড়ব না।’
আর্জেন্টিনাকে শেষ ৩২–এ খেলতে হবে গ্রুপ ‘এইচ’-এর একটি দলের বিরুদ্ধে। এই গ্রুপে আছে সৌদি আরব, কেপ ভার্দে, স্পেন ও উরুগুয়ে-যা ফাইনালের পথে কঠিন বাধা হয়ে দাঁড়াতে পারে।
স্কালোনি মনে করিয়ে দেন, প্রতিটি প্রতিপক্ষই চ্যালেঞ্জিং, তাই ভবিষ্যতের রাউন্ড নিয়ে ভাবার আগে ধাপে ধাপে এগোনোই সবচেয়ে জরুরি।
তিনি বলেন, ‘২০২২-এর মতো এবারও সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। ম্যাচগুলো খেলতেই হবে। যদি গ্রুপ ‘এইচ’ থেকে কঠিন প্রতিপক্ষ আসে, তাই আসুক। কিন্তু প্রথমে আমাদের এগোতে হবে, তারপর দেখা যাবে।’
২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে প্রথম ম্যাচের সেই হতবাক করা হার এখনও স্পষ্টভাবে স্মৃতিতে রয়ে গেছে। এই প্রসঙ্গে জর্ডানের কথা বলতে গিয়েও স্কালোনি বলেন, ‘আমরা সেই অভিজ্ঞতা থেকে শিখেছি। ম্যাচটা খেলতে হবে—এটাই বাস্তবতা।’
স্মরণীয় সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্সকে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জেতে বিশ্বকাপ শিরোপা।






