যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে লাখাইয়ের কাউসার মুমিন
লাখাই উপজেলার পূর্ব সিংহ গ্রাম তথা লাখাই উপজেলার কৃতি সন্তান কাউসার মুমিন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে যোগদান করেছেন।
কমিটি’ তে লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট (ইন্টার্ন) হিসেবে যোগদান করেছেন।
কাউসার মুমিন লাখাই উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম আব্দুল হাই মাস্টারের বড় ছেলে।
তিনি এই কমিটির একটি দ্বিদলীয় কমিশনের রিপাবলিকান সাইডে প্লেসমেন্ট পেয়েছেন। তার কাজের মূল ক্ষেত্র হিসেবে নির্ধারিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় গণতন্ত্র’ ও ‘মানবাধিকার’।
কাজের গোপনীয়তা ও সংবেদনশীলতার খাতিরে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি কোনো তথ্য শেয়ার করতে পারবেন না। এটি তার পেশাদারিত্বের একটি অংশ। কাউসার মুমিনের এই অর্জনে লাখাই উপজেলায় বইছে আনন্দের জোয়ার। স্থানীয়রা মনে করছেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তার এই পদযাত্রা মাইলফলক হয়ে থাকবে।
কাউসার মুমিন তার এই নতুন পথচলায় যেন যোগ্যতার সাথে অবদান রাখতে পারেন এবং সামনে আরও এগিয়ে যেতে পারেন, সেজন্য তিনি লাখাইবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।






