কাতারে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কর্মস্থলে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম লিটন দাস (২৩)। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে।
রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাতারের একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। কাজ চলাকালে অসাবধানতাবশত চারতলা ভবন থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, লিটন দাস দীর্ঘদিন ধরে কাতারে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কাজ করার সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
লিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বন্ধু জামিল আহমেদ বলেন, আমরা শুনেছি কাজের সময় অসাবধানতাবশত ভবন থেকে পড়ে লিটনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার, সহকর্মী ও নিজ গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।







