কথায় নয়, আমি কাজ দিয়েই প্রমাণ দেবো: মাহমুদুল হাসান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) এর গণসংযোগ ও লিফলেট প্রচারণা করা হয়েছে। রবিবার দিনব্যাপী সিলেট সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এর অংশ হিসেবে সিলেট সদর ৭নং ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকা এবং সিলেট সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, জালালাবাদ থানা এলাকার মাসুদগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ পরিচালিত হয়।
গণসংযোগকালে মাহমুদুল হাসান স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, দিনমজুর ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং হাতে হাতে লিফলেট বিতরণ করেন। বাজার ও আশপাশের এলাকায় উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় তিনি বলেন, “আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। সিলেটকে সাজাতে, গড়তে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মাঠে নেমেছি।আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ সিলেটকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত অঞ্চলে রূপান্তর করা সম্ভব হবে।”
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীলবৃন্দ ও কর্মীরা অংশ নেন। তারা হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ জানান, নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই সিলেট-১ আসনের বিভিন্ন এলাকা, বাজার ও জনবসতিতে নিয়মিত গণসংযোগ, পথসভা ও জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় হাতপাখার বার্তা পৌঁছে দেওয়া যায়।







