ক্যাচ মিসে অলআউটের সুযোগ হারাল বাংলাদেশ
দলীয় ৪ রানের ব্যবধানে লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রেইনকে আউট করে আয়ারল্যান্ডকে অলআউট করার স্বপ্নই দেখছিল বাংলাদেশ। কেননা তখন ২২২ রানে দলীয় সপ্তম উইকেট হারায় আইরিশরা। দিনের খেলা তখনো বাকি প্রায় ১৭ ওভার। নাজমুল হাসান শান্তর দলের সেই আশা পূরণ হয়নি।
উল্টো অষ্টম উইকেটে বেশ ভুগিয়েছেন আয়ারল্যান্ডের দুই ব্যাটার জর্ডান নেইল ও ব্যারি ম্যাকার্থি—৪৮ রানের জুটি গড়ে। শেষ পর্যন্ত অবশ্য তাদের জুটি ভাঙতে সফল হয়েছে বাংলাদেশ। সেটিও দিনের শেষ বলে।
অভিষিক্তি জর্ডানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
ব্যক্তিগত ৩০ রানে আইরিশ ব্যাটার আউট হতেই প্রথম দিনের খেলার সমাপ্তি টানেন দুই আম্পায়ার। তাতে ৯০ ওভার শেষে ৮ উইকেটে ২৭০ রানে দিন শেষ করে আয়ারল্যান্ড। আগামীকাল নতুন সঙ্গীকে নিয়ে ব্যাটিংয়ে নামবেন ২১ রানে অপরাজিত থাকা ম্যাকার্থি। অথচ সিলেটে আজ দারুণ শুরুটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
প্রথম টেস্টের ইনিংসের চতুর্থ বলেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। প্রতিপক্ষের অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে ডাক মারতে বাধ্য করেছিলেন বাংলাদেশি পেসার। কিন্তু এরপর একের পর এক ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। তার সদ্ব্যবহার করেছেন পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেল।
দুজনই জীবন পান ইনিংসে।
নাহিদের বলে দুইবার জীবন (৮ ও ১০) পেয়ে ৬০ রান করেছেন স্টার্লিং। তাকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি ভাঙেন পেসার নাহিদই। অন্যদিকে ১০ রানে জীবন পাওয়া অভিষিক্ত ব্যাটার কারমাইকেল করেছেন ৫৯ রান। তাকে ফিরিয়েছেন ম্যাচে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।
মাঝে একবার জীবন পেয়ে ৪১ রানের ইনিংস খেলেছেন টাকারও। তাকে আউট করেছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। টাকারকে আউট করার আগে ৪৪ রান করা কার্টিস ক্যাম্ফারকে শান্তর ক্যাচ বানিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট নিয়েছেন মুরাদ।








