লিডিং ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ঝরে পড়া পাতার ঐকতান’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Symphony of falling leaves’-শীর্ষক কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফেরদৌস আলম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এতে শিক্ষার্থীদের গান, বাংলা ও ইংরেজি নাটক, কবিতা এবং র্যাম্প পরিবেশননা ছিল খুবই মনোমুগ্ধকর।
সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক আশফাক আহমেদ শোভন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাহমিদা আতিহা, আলিমা আনজুম মানতাকা, আয়েশা এবং সাকিব।






