লন্ডনে ব্ল্যাকস্টোনস সলিসিটর্সের নেটওয়ার্কিং ইভেন্টে প্রাজ্ঞ ব্যক্তিত্বদের মিলনমেলা
যুক্তরাজ্যে অবস্থানরত পেশাজীবী, একাডেমিক ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে লন্ডনে এক বর্ণাঢ্য নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করেছে সুনামধন্য ল ফার্ম ব্ল্যাকস্টোনস সলিসিটর্স। গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত মতবিনিময়ের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম. ইমান আলী, জজ এম. বেলায়েত হুসাইন, জজ নজরুল খসরু, বিশিষ্ট চিন্তাবিদ ড. এম. আব্দুল বারী, গবেষক ড. জামিল শরীফ, কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুক, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ড. আখতারুজ্জামান, শেখ আনিস, অ্যাকাউন্ট্যান্ট মুহিত উদ্দিন, জলাল উদ্দিনসহ আরও বহু বিশিষ্ট ও অভিজ্ঞ ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সমাজসেবামূলক কর্মকাণ্ড, কমিউনিটি ডেভেলপমেন্ট, আইনি সেবা, শিক্ষা ও সমসাময়িক সামাজিক চ্যালেঞ্জ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন। প্রাণবন্ত এই পরিবেশে অভিজ্ঞ ব্যক্তিদের আলোচনায় ভবিষ্যৎমুখী চিন্তা ও সহযোগিতার সম্ভাবনার দিকগুলো উঠে আসে।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে ব্ল্যাকস্টোনস সলিসিটর্স-এর প্রিন্সিপাল ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূর বলেন,
“আমাদের লক্ষ্য পেশাজীবীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, যেখানে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সবাই উপকৃত হবেন। বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় ব্যক্তিদের একত্র করার মাধ্যমে কমিউনিটি ও পেশাগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করাই আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জ্ঞানবিনিময়মূলক ও নেটওয়ার্কিং আয়োজন করার পরিকল্পনা রয়েছে ব্ল্যাকস্টোনস সলিসিটর্স-এর।
অনুষ্ঠান সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম. ইমান আলী বলেন,
“এই প্রোগ্রামটি আমার খুব ভালো লেগেছে। সাধারণত এ ধরনের অনুষ্ঠানে শুধু আইন পেশার মানুষের সঙ্গেই দেখা হয়, কিন্তু এখানে বিভিন্ন ফ্যাকাল্টির মানুষের উপস্থিতি ছিল। ভিন্ন ভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সত্যিই প্রশংসনীয়। আয়োজনের জন্য ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূরকে ধন্যবাদ।”
ইভেন্টের উল্লেখযোগ্য দিকসমূহ:
বিচারপতি, একাডেমিক, আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে মর্যাদাপূর্ণ পরিবেশ
অংশগ্রহণকারীদের পেশাগত অভিজ্ঞতা ও ভাবনার বিনিময়
যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে সহযোগিতার নতুন সম্ভাবনা
তরুণ আইনজীবী ও নতুন প্রজন্মের পেশাজীবীদের জন্য অনুপ্রেরণামূলক পরিসর
অনুষ্ঠানের শেষ পর্বে নৈশভোজ পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।






