লন্ডনের সড়কে থেমে গেল শাকিলের স্বপ্ন

লন্ডনে লেখা–পড়ার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল নাফিউল হক শাকিল। পরিবারের আশা, নিজের সাধনা আর ভবিষ্যতের রঙিন কল্পনা—সবকিছু নিয়ে পাড়ি জমিয়েছিল প্রবাসে। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হলো না। এক নির্মম সড়ক দুর্ঘটনায় সড়কেই মিশে গেল শাকিলের জীবন আর সম্ভাবনা।
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লরিচাপায় গুরুতর আহত হয়ে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন সিলেটের শিক্ষার্থী নাফিউল হক শাকিল (২৩)। সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণ গ্রামের ফয়জুল করিমের ছেলে।
জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে কমার্শিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হঠাৎ খুলে গেলে সাইকেল আরোহী শাকিল ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি লরি তাকে চাপা দেয়। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় চারপাশ। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পাঁচ দিন পর নিভে যায় একটি তরুণ প্রাণ।
স্থানীয় সূত্র ও চিকিৎসকদের বরাতে যুক্তরাজ্যপ্রবাসী হাফিজ সোহেল আহমেদ জানান, উচ্চশিক্ষার আশায় গত বছর যুক্তরাজ্যে যান শাকিল। ভর্তি হন লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে। তবে আর্থিক সংকটের কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে যুক্ত হন। সেই কাজেই বের হয়ে শেষ পর্যন্ত আর ঘরে ফেরা হলো না তার।
স্বজনরা জানান, মাত্র এক বছর আগে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে পা রাখেন শাকিল। পরিবারের বড় স্বপ্ন ছিল তাকে ঘিরে। আজ সেই পরিবারে নেমে এসেছে গভীর শোক। কানাইঘাটের গ্রামের বাড়িতে চলছে আহাজারি—মা-বাবার কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।
প্রবাসের ব্যস্ত সড়কে হারিয়ে যাওয়া শাকিল শুধু একজন শিক্ষার্থী নয়, সে ছিল একটি পরিবারের স্বপ্ন, একটি গ্রামের আশা, আর একটি সম্ভাবনাময় জীবনের প্রতীক। লন্ডনের ঠাণ্ডা সড়কে থেমে গেল এক তরুণের অজস্র না-বলা গল্প।
শাকিলের মৃত্যু আবারও মনে করিয়ে দেয়—স্বপ্নের পথে হাঁটতে গিয়ে কত প্রবাসী তরুণ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিচ্ছে, আর কত স্বপ্ন অকালেই ঝরে যাচ্ছে।






