মাধবপুরে বালু পাচার বন্ধে মাঠে প্রশাসন
হবিগঞ্জের মাধবপুরে অবৈধ বালু পাচারকারীদের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ—রাতভর টানা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ নভেম্বর) গভীর রাত পর্যন্ত উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় একযোগে চলে এ অভিযান। মধ্যরাত থেকে রাত ৩টা পর্যন্ত বালু উত্তোলন ও পাচারের নানা গোপন ঘাঁটিতে হানা দেয় প্রশাসন।
অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মজিবুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য ছিল অবৈধ বালু ব্যবসায়ীদের দমন ও পরিবেশ রক্ষা। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এসব এলাকায় নদী-খাল থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, কৃষিজমি ও পরিবেশও হুমকিতে পড়ছে। কোনোভাবেই এসব অপরাধ বরদাস্ত করা হবে না।”অভিযানের খবর ছড়িয়ে পড়লে পাচারকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই রাতের অন্ধকারে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের কারণে তাদের রাস্তাঘাট ও ফসলি জমি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। তারা এ ধরনের অভিযান নিয়মিত চালানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মাধবপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও পাচার চলছে। সাম্প্রতিক সময়ে প্রশাসনের তৎপরতা বাড়ায় এসব চক্রের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে।








