মাধবপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দাদিল গ্রামে বেড়াতে এসে দুধ মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
নিহত দুধ মিয়া উপজেলার ঘিলাতলী গ্রামের মৃত রেজা মুন্সির ছেলে। কয়েকদিন আগে তিনি ফুফাতো ভাইয়ের ছেলে বেনু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতে খাবার শেষে ঘুমাতে যান। পরদিন সকালে বেনু মিয়া নাস্তার জন্য ডাকার পর কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।
পুলিশ খবর পেয়ে মনতলা তদন্ত কেন্দ্রের এসআই আল মামুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের বারান্দার দরজা ভেঙে কাঠের রোয়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দুধ মিয়ার মরদেহ উদ্ধার করে।
এসআই আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদ উল্ল্যাহ বলেন, ঘটনাটি তদন্তাধীন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।








