মাধবপুরে ডাকাত হামলার ঘটনাস্থলে সাবেক উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিশ্যামা দাসপাড়ায় ডাকাত হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান।
বুধবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ও নিরাপত্তা সহায়তার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, “অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া যাবে না।”
ঘটনা নিয়ে তার বড় ভাই ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলেন, “দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা জরুরি। জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।”
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. অলিউল্লাহ, সাবেক মেম্বার তপন পাল, কাশেম মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।








