মাধবপুরে জাকের পার্টির জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত

দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বানে হবিগঞ্জের মাধবপুরে জাকের পার্টির এক বিশাল জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের সামনে মাধবপুর উপজেলা জাকের পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান হিজবুল্লার ইমাম আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী। তিনি বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে শান্তি ও শৃঙ্খলা রক্ষা সবার দায়িত্ব। বিভাজন নয়, ঐক্যের পথেই জাতিকে এগিয়ে নিতে হবে। একটি গোষ্ঠীর অপশক্তি শুধু নিন্দা নয়, প্রতিরোধ করতেই হবে।”
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তরুণ অর্থনীতিবিদ ড. খাজা সায়েম আমির ফয়সাল মোজাদ্দেদী। তিনি বলেন, “জাকের পার্টি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি নৈতিক আন্দোলন—যার লক্ষ্য সমাজে সত্য, ন্যায় ও মানবতার ভিত্তিতে শান্তির সমাজ গঠন।”
জনসভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো. জয়নুল আবেদীন,এবং সঞ্চালনা করেন হবিগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা-কর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের ঢল নামে। বক্তারা বলেন, জাকের পার্টি জাতির নৈতিক ও সামাজিক পুনর্জাগরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা দেশের চলমান অস্থিরতা থেকে উত্তরণের জন্য নৈতিক রাজনীতির বিকাশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনসভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বহরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মনতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।র্যালিতে দলীয় নেতাকর্মীদের শ্লোগান, ব্যানার ও পতাকা উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর মাধবপুরে এমন উৎসবমুখর রাজনৈতিক আয়োজন দেখে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।





