মাধবপুরে খেলাফত মজলিস নেতার রাস্তা দখল, চরম ভোগান্তি
সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণের ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে তৈরি হয়েছে চরম ভোগান্তি। সাতটি গ্রামের প্রায় ২০–৩০ হাজার মানুষের একমাত্র যোগাযোগপথ সংকুচিত হয়ে পড়ায় নিত্যদিনের স্বাভাবিক চলাচল এখন চরমভাবে ব্যাহত।”
উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর এলাকায় সরকারি রাস্তার দুই থেকে তিন ফুট জায়গা দখল করে খেলাফত মজলিসের নেতা মাওলানা আব্দুল ওহিদ পাকা বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছেন—এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ফলে দেবপুর, গোবিন্দপুর, তুলসীপুর, মোহনপুর, কালিকাপুর, দেবনগর ও অলিপুর গ্রামের বাসিন্দাদের চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।”
রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় ছোট গাড়িও নিরাপদে চলতে পারছে না। বড় যানবাহন তো দূরের কথা—জরুরি পরিস্থিতিতেও অ্যাম্বুলেন্স এই পথে প্রবেশ করতে ভয় পাচ্ছে। কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনেও দেখা দিয়েছে তীব্র দুর্ভোগ।”
এই পরিস্থিতির প্রতিবাদে ফেসবুকে ভিডিও বার্তা দেন ধর্মঘর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং জুলাই মামলার বাদী আমিনুল রহমান আমিন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “জামায়াত জোটের প্রভাব দেখিয়ে সরকারি রাস্তা দখল করে তারা দেয়াল তুলছে। মানুষ কষ্টে আছে—এটা কি কেউ দেখবে না? রাজনৈতিক ও মানবিক দিক থেকে আমরা এ অন্যায়ের প্রতিবাদ করছি।”
অভিযুক্ত মাওলানা আব্দুল ওহিদ নিজের অবস্থান থেকে সরে আসেননি। তিনি বলেন, “পারিবারিক কবরস্থান রক্ষার জন্য দেয়াল করেছি। রেকর্ড অনুযায়ী ভুল করিনি। তবে প্রয়োজনে দেয়াল ভাঙতে প্রস্তুত।”
এদিকে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন বলেন, “যদি কোনো যুবদল নেতা অযথা মন্তব্য করে, দলীয়ভাবে জবাব দেওয়া হবে। আর আমাদের কোনো নেতা ভুল করলে আলোচনা করে সমাধান করা হবে।”
এলাকাবাসী বলছেন—রাস্তা দখলের ঘটনায় অনেকেই ভয় ও চাপের কারণে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। তবে মানুষের একটাই দাবি— “রাস্তা সকলের। রাজনৈতিক পরিচয় নয়, সাধারণ মানুষের চলাচলের পথ ফিরিয়ে দিন।








