মাধবপুরে সাড়ে ১৭ লাখ টাকা ভারতীয় জিরা জব্দ
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি ডিআই পিকআপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ ডিসেম্বর) সকালে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল কৌশলগত অবস্থান নেয়। সকাল ৯টার দিকে একটি ডিআই ছোট পিকআপকে থামানোর সংকেত দিলে সেটি থামে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গোখাদ্যের বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। মালিকবিহীন এসব জিরা ও পিকআপটি সঙ্গে সঙ্গে জব্দ করা হয়।
জব্দকৃত পণ্য ও যানবাহনের মোট মূল্য আনুমানিক ১৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, জব্দ করা জিরা ও পিকআপ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।








