মাধবপুরের রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপন, নিরাপত্তা বৃদ্ধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম বলেন, রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপনের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা ও ট্রেন চলাচলের পরিবেশ আরও উন্নত হবে। সভাপতির বক্তব্যে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মোহাম্মদ খাইরুল ইসলাম তালুকদার জানান, স্টেশনকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা জানান, এই ফাঁড়ি চালুর ফলে চুরি-ছিনতাই প্রতিরোধ, যাত্রীসেবা বৃদ্ধি এবং স্টেশন এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার হবে।








