মাইজগাঁওয়ে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নয়াবাজারে মঙ্গলবার (২৮ অক্টোবর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট মুরব্বী মনাফ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থীর বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের দমন পীড়নকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই নিরলস কাজ করে গেছেন। তার ফল স্মরূপ আমরা স্বৈরাচারমুক্ত হতে পেরেছি। তিনি বলেন, এখন আমাদের কাজ হলো একটি সুষ্ট নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। নির্বাচনে একজন সুশিক্ষিত নেতা হিসেবে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’কে বিজয়ী করতে পারলে সিলেট ৩ আসনের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি আলকাছ মিয়া, আবু বক্কর খান, আখতার উদ্দিন, তরুণ সমাজকর্মী নাবির নিজাম, মোঃ আতিকুর রহমান, আব্দুস সালাম, শামসুল আলম, তরুণ সমাজকর্মী জুনান আহমদ, মুন্না আহমদ, আব্দুস সালাম দীপু, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, আবির আহমেদ প্রমুখ।
একইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিকগঞ্জ বাজার, উজান গঙ্গাপুর, লামা গঙ্গাপুর, পশ্চিম মল্লিকপুর বাজার, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চানপুর বাজার, মাইজগাঁও ইউনিয়নের নয়াবাজার, পালবাড়ি বাজার, সার কারখানা বাজার, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।






