নির্বাচনে ছাত্র শিবিরের নায্য অধিকার নিশ্চিত করতে হবে

ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মহসিন আহমদ বলেছেন, শাকসু নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি সাধারণ শিক্ষার্থী ও মেধাবীদের নির্বাচন যারা আগামীর বাংলাদেশ গড়বে। এই নির্বাচন বানচাল করতে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত শাকসু নির্বাচন দিতে হবে এবং নির্বাচনে ছাত্রশিবিরের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিত ও বানচালের প্রতিবাদে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিছিলটি পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে এক সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা আরও বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যদি কোনো মহল আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে ছাত্রশিবির দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশে ছাত্রশিবিরের বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে ও বড়লেখা উত্তর শাখার সভাপতি কাওসার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির সাজু, বড়লেখা শহর শাখার সেক্রেটারি এমদাদুল হক এমাদ, উত্তর শাখার সেক্রেটারি হানজালা আহমদ, দক্ষিণ শাখার সেক্রেটারি অনিকুর রহমান, সুজাউল মাদ্রাসার সেক্রেটারি মনজুরুল ইসলাম এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।






