নির্বাচন সামনে রেখে বানিয়াচং–আজমিরীগঞ্জে ডা. জীবনের গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বিএনপি–জমিয়ত ও গণঅধিকার জোট মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনের মাঠপর্যায়ের গণসংযোগ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) তিনি বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নে গণসংযোগ করেন। পরে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ চালান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হলে বানিয়াচং–আজমিরীগঞ্জ এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, এই জনপদের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
গণসংযোগকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় উপস্থিত জনসাধারণ ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, ডা. সাখাওয়াত হাসান জীবনের গণসংযোগে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে ইতিবাচক বার্তা দিচ্ছে।






