‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশসেরা সুনামগঞ্জের ধ্রুব
বাংলাদেশ টেলিভিশন আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় শিশু প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় কৌতুক ইভেন্টে দেশসেরা (দ্বিতীয় স্থান) অর্জনের গৌরব অর্জন করেছে দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামের এহসানুল হক ধ্রুব।
বিটিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানে ধ্রুব তার অনবদ্য পারফরম্যান্স ও অনন্য প্রতিভার প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে সেরাদের কাতারে স্থান করে নেয়। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।
আগামী ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে এহসানুল হক ধ্রুব আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবে। বর্তমানে সে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
ধ্রুব’র বাবা এমদাদুল হক লিটন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র শাখা প্রধান এবং মা হাফসা আক্তার লিপা দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।
স্থানীয় শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ জানিয়েছেন, এহসানুল হক ধ্রুব’র এই সাফল্য শুধু তার পরিবারের নয়, বরং এটি পুরো দোয়ারাবাজার উপজেলা ও সুনামগঞ্জ জেলার জন্য এক অনন্য গর্বের অর্জন। ধ্রুব নিজেও জানিয়েছেন, ভবিষ্যতে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার প্রতিও মনোযোগী থাকতে চায় সে।








