ওসমানীনগরের তাজপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
দিনব্যাপী সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের তাজপুরবাজারস্থ মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় দুই সহস্রাধিক মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। ইবনে সিনা সিলেটের বিভিন্ন বিভাগের ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এ সেবা প্রদান করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের সৌজন্যে মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা নায়েবে আমীর,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট-২ ( বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন, জাহেদুর রহমান চৌধুরী, ইবনে সিনা হাসপাতাল সিলেটের সিএমও মেজর মোহাম্মদ আব্দুস সালাম, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের এজিএম মার্কেটিং ওবায়দুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী,ওসমানী নগর উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী,মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ হাসান,ওসমানী নগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীন, ইবনে সিনা হাসপাতাল রিকাবী বাজারের ইনচার্জ মামুন সরকার।
আরোও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, মুজিবুর রহমান,আব্দুল কাইয়ুম প্রমূখ।






