সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মিলন, সম্পাদক হানিফ

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ এর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি একে মিলন আহমদ ও আবু হানিফ কে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
২০ সদস্য বিশিষ্ট এই কমিটির ২০২৬-২০২৮ পর্যন্ত (দুই বৎসর) নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি রিয়াজ উদ্দিন বাবু, সহ- সভাপতি হরিপদ দেবনাথ, সহ-সভাপতি সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্য তীর্থ, সহ- সভাপতি আবু হেনা আজিজ, সহ – সভাপতি আরিফুল ইসলাম জুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক: রিপন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক: এম এস মাসুম আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক: মোশাররফ হোসেন শান্ত, সহ সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ।সম্পাদকমণ্ডলী: অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন ফারুক (আইন বিষয়ক সম্পাদক), বাবলু দে (দপ্তর সম্পাদক), রিনা আক্তার (মহিলা বিষয়ক সম্পাদক)।নির্বাহী সদস্য: ফয়সল আহমদ সুমন ও অলিউর রহমান আলেক।
কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার মাধ্যমে এই অঞ্চলের প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী-পুরুষের পাশে দাঁড়াবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাতি ও উপ-জাতি নির্বিশেষে সকলকে আইনগত সহায়তা প্রদান এবং মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনায় এই সংগঠন আগামীতে জোরালো ও প্রতিবাদী ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত এই কমিটিকে সুনামগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।






