শাবিপ্রবি নোঙরের নেতৃত্বে শিসাদ ও ফারদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোঙরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি পদে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী শিসাদ খন্দকার ও সাধারণ সম্পাদক পদে একই শিক্ষাবর্ষের একই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফারদিন খান মনোনীত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ য়ে সংগঠনটির ইক্লিপসেরা নামক এক সাংস্কৃতিক সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহিন সাবরিনা, সহ-সভাপতি ফাহিম শাহরিয়ার, সহ-সভাপতি হিমন বড়ুয়া সহকারী সাধারণ সম্পাদক অর্নব পুরকায়স্থ, সহকারী সাধারণ সম্পাদক মারুফ সাকলিন, সংগঠনিক সম্পাদক ইসবাত খান স্মরণ, ব্যান্ড লিডার রিদওয়ানুল হক সাদ, সহকারী ব্যান্ড লিডার ঐশ্বিক সেন বিশাল, অর্থ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন খান, ব্যান্ড ম্যানেজার মাহিব খান মাহি,হেড অব হিউম্যানিটি সেক আসিফ মাহবুব ওহি, হেড অব মেটাল ফ্যান ক্লাব বিলাশ দাস, হেড অব ভিজুয়াল আর্টস ফারিয়া রহমান মীম, হেড অব মিউজিক স্কুল এহসান ফেরদৌস মাহীন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক বিক্রম সমাজপতি।





