শাবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা
কেন্দ্রীয় ছাত্র সংসদ(শাকুস) নির্বাচন আয়োজনের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রশাসনিক ভবন-১ এর সামনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এ নির্বাচন কমিশন ঘোষণা করেন। এসময় উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিত ছিলেন।
শিল্প ও উৎপাদন প্রকৌশল (আইপিই) বিভাগের অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছকে প্রধান নির্বাচন কমিশনার করে এ কমিশন ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন, জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মো. কামরুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মিছবাহ উদ্দিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো. আশরাফ সিদ্দিকী, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মো. রিজাউল ইসলাম, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের অধ্যাপক জি এম রবিউল ইসলাম, গণিত বিভারে অধ্যাপক রেজোয়ান আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আব্দুল জলিল, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনযুর উল-হায়দার, স্থাপত্য বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ইফতেখার রহমান ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।
এদিকে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা না করে শুধু নির্বাচন কমিশন ঘোষণা করায় অসন্তুষ্টি দেখা যায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে। এসময় তারা আগামী পরশুদিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, “ আমি এখনো কোন অফিসিয়াল নোটিশ পাইনি, তবে এ বিষয়ে জানতে পেরেছি।” “আমার প্রধার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়া। কমিশনের সকল সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে রোডম্যাপ ঘোষণা করে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা।’’






