শাহবাগ স্টেশন জামে মসজিদের উন্নয়ন কাজে অনুদান প্রদান
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের কৃতি সন্তান ও লন্ডন প্রবাসী শাহ মো: ফয়ছল চৌধুরী’র প্রতিষ্ঠিত শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে শাহবাগ স্টেশন জামে মসজিদের উন্নয়ন কাজে নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে শাহ মো: ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক সংকটে জকিগঞ্জ কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই সেবামূলক প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য বিষয় হলো—ট্রাস্টের অনেক দান-অনুদান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় না; গোপনেই অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রচারণার চেয়ে মানবিক সহযোগিতাকেই বেশি গুরুত্ব দেন শাহ মো: ফয়ছল চৌধুরী।
শাহবাগ স্টেশন জামে মসজিদের সেক্রেটারি হাফিজ ওলিউর রহমান ও সাবেক ইমাম মাওলানা রশিদ আহমদ-এর হাতে অনুদানের অর্থ হস্তান্তর করেন ট্রাস্টের সচিব ডা: সাদিক আহমদ তাপাদার।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী রোটারিয়ান আহমদ রশীদ চৌধুরী শিব্বির, শফিকুল হক চৌধুরী আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিক আহমদ চৌধুরী, শাহবাগ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কামাল আহমদ, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, বারহাল ছাত্র পরিষদের সভাপতি শাহিদ আহমদ, সাবেক সভাপতি সাফায়াত রশীদ চৌধুরী, রায়হান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আল্লাহ তায়ালা যেন এই দান কবুল করেন এবং মানবতার এই সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার তাওফিক দান করেন।






