শাকসু নির্বাচন স্থগিত: কঠোর আন্দোলনে শাবি শিক্ষার্থীরা

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনসহ সব ধরনের নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই ঘোষণার তীব্র প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নেমেছেন। রাতভর বিক্ষোভ ও সমাবেশের মাধ্যমে তারা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। বিক্ষোভকারীরা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও স্থগিত করার সিদ্ধান্ত শিক্ষার্থীদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করার শামিল। তারা অভিযোগ করেন, ছাত্র সমাজকে নেতৃত্বশূন্য রাখার একটি পরিকল্পিত প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিক্ষোভ সমাবেশে শিবির-সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “দীর্ঘ ২৮ বছর পর শিক্ষার্থীদের প্রত্যাশিত ছাত্র সংসদ নির্বাচন আবারও স্থগিত করার প্রহসন চলছে। এটি শিক্ষার্থীদের সঙ্গে নির্মম প্রতারণা। এই ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। শাকসুর বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েই আমরা এখান থেকে ফিরব। আজকের মধ্যেই যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
বিক্ষোভকারীরা দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের তফসিল পুনর্বহাল ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তারা স্পষ্ট করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।






