শাল্লায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুনামগঞ্জের শাল্লায় (২৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১টায় শাল্লা উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শিরাজুল ইসলাম শিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল মিয়া ও সদস্য উছমান ডাক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এস. এম. সাগর, আল-আমিন ও আবু সাঈদ; কৃষকদলের সদস্য সচিব হাবীবুর রহমান হাবুল; স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল রাজ্জাক।
সভায় উপজেলা আহ্বায়ক শিরাজুল ইসলাম শিরাজ মিয়া বলেন, “শাল্লায় বিএনপির কোনো গ্রুপিং নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করব এবং দিধা-দ্বন্দ্ব ভুলে সামনের পথে এগিয়ে যাব।”
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা “জিয়া জিয়া” ও “জিয়াতোমায় মনে পড়ে” স্লোগানে মুখরিত হয়ে শাল্লার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। লাল-সবুজ পতাকা ও ব্যানারে সজ্জিত র্যালিতে দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।






