সিলেটে নেই তাসকিন, নেপথ্যে কী?

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। তবে রোববার (১১ জানুয়ারি) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যায়নি। চোটের কারণে আপাতত খেলার মতো অবস্থায় নেই এই পেসার।
যদিও তাসকিনের চোট গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সংবাদ সম্মেলনে তার দাবি, দ্রুতই মাঠে ফিরতে পারেন তাসকিন।
এ নিয়ে মিঠুন বলেন, ‘এটা ফিজিওর কনসার্ন। ও এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। ও ছিল না বলেই খেলেনি।’
এদিকে সোমবার (১২ জানুয়ারি) সিলেট পর্বে নিজেদের শেষ মাচে নামছে রাজধানীর দলটি। প্রত্যাশিতভাবেই এই ম্যাচেও দেখা যাবে না তারকা এই পেসারকে।
মিঠুন বলেন, ‘আসলে এটা ফিজিও বলতে পারবে। আমি আনঅফিসিয়ালি যতটা জানি ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর হাঁটুতে একটু সমস্যা হচ্ছে।’





