সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের অভিনন্দন
বৃহত্তর সিলেটের সাংবাদিকতার শতবর্ষের ঐতিহ্যের স্মারক সিলেট প্রেসক্লাব এর নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।
রোববার (০৪ জানুয়ারী) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার নেতৃদ্বয় সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূর, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি ফয়সল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সল আমিন সহ সকলকে অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বলেন, সিলেট প্রেসক্লাবের সদস্যবৃন্দ বিশ্বজুড়ে সুনামের সহিত সাংবাদিকতায় অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন। তারা বলেন, সিলেটের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠানের নবনির্বাচিত কমিটি তাদের সহকর্মীদের মাধ্যমে সিলেটের সমস্যা সম্ভাবনা জাতির সামনে ফুটে উঠবে। এছাড়া সাংবাদিকতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। আমরা তাদের সফলতা কামনা করছি।







