সময় এসেছে নিজের ভোট, পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করা: আনিসুল হক
সময় এসে নিজেদের মত প্রকাশের, নিজের ভোট, নিজের পছন্দের দল আর প্রার্থীকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করার আর ভুল না করার জন্য ও ৩১ দফা বাস্তবায়নের জন্য আহবান জানিয়েছেন আনিসুল হক।
তিনি বুধবার দিনভর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বক্তব্যে কথা গুলো বলেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের পক্ষে জন মত বৃদ্ধির লক্ষে উপজেলার বড়দল দক্ষিন ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন লেদারবন্দ গ্রামে ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড এর নারী নেতৃবৃন্দের সাথে উঠান বৈঠক করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষকদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস আনিসুল হক।
এসময় তিনি বলেন,বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষাসহ নারীদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন তারেক রহমান। হাওরাঞ্চলে আপনাদের আর পিছিয়ে থাকতে হবে না। নিজেদের কে স্বাবলম্বী করতে পারেন তার জন্য সহজ সর্থে লোন দেয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে, যাতে করে আপনারা নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে পারেন এবং দেশের উন্নয়নেও অংশিদার হতে পারেন।
তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের জন্য আপনারাও আপনাদের অবস্থান থেকে কাজ করবেন। কারন বিএনপির ভারপ্রাপ্ত্য চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনসহ আপনারা নারীদের সহ সকল শ্রেণির মানুষের দাবী আর যে চাওয়া পাওয়া আছে তাই বলেছেন। তাই আপনরা নিজ নিজ অবস্থা থেকে আজকে যারা আসতে পারে নি সেই সব নারীদের কাছে পৌঁছে দিবেন বলবেন ৩১ দফার কথা। বেগম খালেদা জিয়া,তারেক রহমান আর বিএনপির জন্য ভোট চাইবেন।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়াসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।





