সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিরাই’র রাস্তা পয়েন্টে অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন পরিষদের আয়োজনে মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের সচেতন নাগরিক বৃন্দ নিজ নিজ ব্যানারে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাদের আহমদ এর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি, আয়োজক সদস্য মোঃ আবু সঈদ ও উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি,বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালেক খান, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াসিন খান,শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।






