সুজাউল কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি হলেন এমাদুল ইসলাম
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উপদেষ্টা এমাদুল ইসলাম বড়লেখার ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুজাউল কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি মনোনীত হয়েছেন।
গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অধ্যক্ষ্যের কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এমাদুল ইসলামকে গভর্নিংবডির সহসভাপতি মনোনীত করা হয়েছে।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলামকে গভর্নিং বডির সহসভাপতি মনোনীত করায় তিনি মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, সদস্য সচিবসহ কমিটির প্রত্যেক সদস্য, শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এতদ অঞ্চলের সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধিতে তিনি সর্বোচ্চ ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।







