সুনামগঞ্জে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকলে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরকারি কলেজের বাংলা বিভাগের প্রফেসর ড. রোকশানা পারভিন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা ড. আল মিনার নুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইন উদ্দিন।








