সুনামগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
সুনামগঞ্জে সুমি দাশ হত্যা মামলায় নিহতের স্বামী কিশাল শেখর দাসকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতাকৃত কিশাল সুনামগঞ্জের দিরাই থানাধীন টাইলা গ্রামের কুলেন্দু শেখরে দাসের ছেলে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় র্যাবের একটি দল তাকে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ষোলঘর এলাকা থেকে গ্রেফতার করে। পরে শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ সদর থানা পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। দুপুরে এসব তথ্য জানায় র্যাব ৯।
র্যাব জানায়, সুনামগঞ্জের দিরাই থানাধীন টাইলা গ্রামের বাসিন্দা কিশাল এর সাথে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন দত্তগ্রাম এলাকার বাসিন্দা নিহত সুমি দাশের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে কিশালের পরিবার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রতিনিয়ত মারধর করত। ঘটনার দুই মাস পূর্বে নিহত সুমি মারধরে শিকার হয়ে তার বাবার বাড়িতে চলে যা।
পরবর্তীতে দেড় মাস পূর্বে কিশালের পরিবার সুমির পরিবারকে বুঝিয়ে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ধোপাখালী এলাকার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। এর পর গত ৭ জানুয়ারি বিকালে নিহত সুমি দাশের শ্বশুর তার মাকে ফোন করে জানায় তার মেয়ে মারা গেছে। তার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে আছে।
খবর পেয়ে নিহত সুমির স্বজনরা হাসপাতালে গিয়ে তার গলা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম দেখতে পান। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব ৯ মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহিদুল ইসলাম সোহাগ এর সত্যতা নিশ্চিত করেছেন।







