তাহিরপুরে জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষায় পুরস্কার বিতরণ
শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জের তাহিরপুরে জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষায় পুরস্কার বিতরণ করা করা হয়েছে।
এ উপলক্ষ্যে অনুষ্ঠানে ৩০ জন মেধাবী শিক্ষার্থী ও ৩০ জন শ্রেষ্ঠ শিক্ষক সনদ-ক্রেস্ট গ্রহণ করেন।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে তাহিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সোলেমান মিয়া সভাপতিত্বে বড়দল বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামিমা ও গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বর্ণালী দাশ ঝরার যৌথভাবে পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার শাহরুখ আলম শান্তনু, হাজী জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য প্রমুখ।







