তাহিরপুরে শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি পুরস্কার বিতরণ
সুনামগঞ্জের তাহিরপুরে শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি ২০২৪ পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলেমান মিয়া।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জুনাব আলী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, শেখ কামাল পাশা স্মৃতি কল্যান ট্রাস্ট সভাপতি শেখ শফিকুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম, তোজাম্মিল হক নাসরুম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোট ৪৯ জন শিক্ষার্থীকে শেখ কামাল পাশা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুল ২৪ ও সাধারণ বৃত্তি পেয়েছে ২৫ জন।
শেখ কামাল পাশা স্মৃতি কল্যান ট্রাস্ট সভাপতি শেখ শফিকুজ্জামান জানান, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রসার বিস্তার করে এবং লেখা পড়ায় আরও আগ্রহী করতে আমাদের এই কায্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। এর মাধ্যমেই আমার ভাই কামাল পাশা সবার মাঝে বেচেঁ থাকবেন।








