টাংগুয়ার হাওর থেকে ৫ লাখ টাকার জাল জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার টাংগুয়ার হাওর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী, মশারি জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকার বেশি।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সরকার ঘোষিত ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তুনু এই অভিযান পরিচালনা করেন।
জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিত্ব টাঙ্গুয়ার হাওরের মৎস্য ও জীব বৈচিত্র্য রক্ষায় হাওরটির বিভিন্ন অংশে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ চায়না দুয়ারী,মশারি জাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের পূর্বেই জেলারা পালিয়ে যায়। এসময় তাহিরপুর থানার পুলিশ সদস্য,আনসার সদস্যগণ,সাংবাদিক প্রতিনিধি ও কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রয়েছে এবং খোঁজ নিয়ে জানা গেছে,হাওর পাড়ের কিছু সংখ্যাক লোক রয়েছে যাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা,এসিল্যান্ড সহ অনেকের সাথে ভাল সম্পর্ক রয়েছে। তারা ভুল তথ্য দিয়ে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশ খাশকালেকশনের নামে মাছ ধরার ব্যবস্থা করে দেয় প্রতি বছর। ঐসব লোকদের কে চিহ্নিত করার দাবী জানান হাওর পাড়ে বাসিন্দাগন।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তুনু জানান,অভিযানকালে কোন আসামি ধৃত না হলেও বিপুল পরিমাণ চায়না দুয়ারী,মশারি ইত্যাদি জাল জব্দ করা হয়,যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। অভিযান শেষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।
তিনি আরও জানান, পরিবেশ ও প্রকৃত মৎস্যজীবীদের সুরক্ষায় উপজেলা প্রশাসন, তাহিরপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে। খাশকালেকশনের নামে টাংগুয়ার হাওরের কোনো অংশ কেউই নিতে পারবে না। এই বিষয়ে কঠোর নজরদারির পাশাপাশি ঐসব লোকদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।








