উড়োজাহাজে মাঝ আকাশে তেলাপোকাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড!
দিল্লি থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে পাওয়া তেলাপোকা নিয়ে এক অদ্ভুত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। ফ্লাইটের অফিসিয়াল কেবিন ডিফেক্ট লগবুকে এক ক্রু সদস্য লিখেছেন, এক যাত্রী জীবিত তেলাপোকা দেখতে পান। সেটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
২৪ অক্টোবরের এই ঘটনার পর লগবুকের ওই ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস শুরু হয়। অনেকেই মন্তব্য করেছেন, তেলাপোকার ফাঁসি কার্যকর হলো, আদালত বসেনি!
কেউ আবার বলেছেন, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এখন মৃত্যুদণ্ডও দেওয়া হয়, শুধু সময়ের অপেক্ষা যাত্রীদের জন্য!
খবর অনুযায়ী, উড়োজাহাজটি দিল্লি থেকে দুবাই যাচ্ছিল। ফ্লাইট ছাড়ার কিছু পর এক যাত্রী তেলাপোকাটি দেখতে পান। ক্রু সদস্যরা বিষয়টি নথিভুক্ত করার সময় ইংরেজি বাক্যে এমনভাবে লিখে ফেলেন যে, তা পরে অনলাইনে হাসির খোরাক হয়ে ওঠে।
এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ লগবুকে এই নোটটি সাধারণ অন্যান্য অভিযোগের পাশে লেখা ছিল, যেমন ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা বিকল থাকা বা বাথরুমের পাইপ বন্ধ হয়ে যাওয়া।
‘ফাঁসিতে মৃত্যুদণ্ড’ বাক্যটি এতটাই অস্বাভাবিক ছিল যে, অনেকেই তা ব্যঙ্গ করে ছড়িয়ে দেন। কেউ কেউ বলছেন,তেলাপোকা নির্মূলে নতুন নীতি এনেছে এয়ার ইন্ডিয়া। আবার কেউ বলছেন, এটা হয়তো গুগল ট্রান্সলেটের ফল।
খালিজ টাইমস জানায়, ঘটনাটি নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি উড়োজাহাজের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে।






