ভারতকে কড়া ভাষায় ধিক্কার মিশা সওদাগরের

আইপিএলের আসরে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপি পারিশ্রমিকে সুযোগ পেলেও শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তিতে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিসিসিআইয়ের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর।
আজ রবিবার (৪ জানুয়ারি) মিশা সওদাগরের জন্মদিন। জন্মদিনের দিনেই সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি নিজের খেলাধুলার অতীত স্মরণ করতে গিয়ে মুস্তাফিজ, আইপিএল ও বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে কথা বলেন। চলচ্চিত্রে আসার আগে নিজেও একজন স্পোর্টসম্যান ছিলেন— সে কথাও তুলে ধরেন তিনি।
মিশা সওদাগর বলেন, “আমি ক্রিকেট খুব ভালোবাসি। খুব কষ্টের সঙ্গে বলতে হয়, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। তাকে সামনে রেখে সম্মান করা যায়, আদর করা যায়। মাশরাফির পর এত দীর্ঘ সময় ধরে এত সমৃদ্ধ ক্যারিয়ার— তবু তার চোখে অহংকারের লেশমাত্র নেই।”
তিনি আরও বলেন, “এই ছেলেটা যেখানেই খেলতে যায়, সেখানেই নিজেকে প্রমাণ করে। মাঝখানে কিছু সমস্যা হয়েছিল, সেখান থেকে সে দুর্দান্তভাবে ফিরে এসেছে। এখন যেখানেই যাচ্ছে, ফল দিচ্ছে। শাহরুখ খানের দলে সে কোটি টাকায় সুযোগ পেয়েছিল। মুস্তাফিজ এখন গ্লোবাল স্টার। তার সম্মান মানেই আমাদের সম্মান।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে ‘অভদ্র’ আখ্যা দিয়ে মিশা বলেন, “রাজনীতি বা উগ্র মানসিকতা দিয়ে যারা সংস্কৃতির ওপরে বাধা তৈরি করল, তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে। এই মানসিকতার বিরুদ্ধে আমি নিন্দা জানাচ্ছি।”
চলচ্চিত্রের এই খল অভিনেতা আরও বলেন, “যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলে, তাদের সঙ্গে আমাদের মেলানো যায় না। আমরা চাই বড় মনের মানুষ— যারা ধর্ম করবে, কর্ম করবে এবং উদার মানসিকতার সংস্কৃতি লালন করবে। মুস্তাফিজকে থামানো মানে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপীই খারাপ রুচির নজির স্থাপন করা।”






