ভুয়া ভুয়া স্লোগান শিক্ষার্থীদের , উদ্বিগ্ন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে কিছু শিক্ষার্থীর আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটির দাবি, একজন জ্যেষ্ঠ শিক্ষক ও শিক্ষাবিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বিশ্ববিদ্যালয়ের শালীন পরিবেশের পরিপন্থী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড শাহ মো. আতিকুল হক ও সহ-সভাপতি অধ্যাপক ড মো মোজাম্মেল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানান তারা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় জাতীয়তাবাদী ফোরাম ও ইউট্যাবের উদ্যোগে জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী শিক্ষকরা গতকাল রোববার (১৯ জানুয়ারি) এক যৌথ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শাকসু নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত থাকার সিদ্ধান্তের কথা জানান। এছাড়া সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত কিছু সিদ্ধান্ত ও অবস্থান নিয়েও প্রশ্ন ও উদ্বেগের কথা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দীনের সঙ্গে কিছু শিক্ষার্থীর আচরণ সংগঠনটির নেতৃবৃন্দকে উদ্বিগ্ন করে তোলে। শিক্ষক ফোরামের পক্ষ থেকে বলা হয়, একজন জ্যেষ্ঠ শিক্ষক ও প্রাজ্ঞ শিক্ষাবিদের প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয় এবং এটি বিশ্ববিদ্যালয়ের সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সংগঠনটি আরও জানায়, গণতান্ত্রিক পরিবেশে ভিন্নমত পোষণ ও মত প্রকাশের অধিকার সবার রয়েছে। তবে সেই মত প্রকাশ অবশ্যই সংযত, শালীন ও পারস্পরিক সম্মানবোধের ভিত্তিতে হওয়া উচিত। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের মর্যাদা রক্ষা এবং সহনশীলতার চর্চা একটি সুস্থ ও ইতিবাচক বিশ্ববিদ্যালয় সংস্কৃতির অপরিহার্য অংশ বলেও মন্তব্য করেন তারা।






