‘অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে,মানুষ মেরে সরকার পরিবর্তন করা যায় না’
“পছন্দ না হলে জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করবে। অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে, নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন করা যায় না। সন্ত্রাসকে বাংলার জনগন প্রশ্রয় দেবে না।
বিশ্বে সন্ত্রাসীদের কোন স্থান নেই। তাই আন্তর্জাতিকভাবে প্রথম দিকে বিএনপিকে যারা সমর্থন করেছিল তারাও পিছু হটে গেছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করেনা তারাই নির্বাচন বানচালে ব্যস্ত।’
রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।
এরপর সকাল ১১ টায় নগরীর জিন্দাবাজাস্থ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের কার্যালয়ে সাংবাদিকদের সাথে শুভচ্ছা বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ।
এ সময় তিনি বলেন, গণমাধ্যম উন্নয়নের হাতিয়ার। গণমাধ্যম আছে বলেই সরকার-রাষ্ট্র তাদের ভুলগুলো শুধরানোর সুযোগ পায়। মানুষের মন মানসিকতাকে উন্নত করার মাধ্যমে জাতি , সমাজ গঠনে গণমাধ্যম একটি শক্তিশালী ভূমিকা পালন করে।
আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে সফল সুষ্ঠু করতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোট প্রদানের জন্য জনগণ উদগ্রীব হয়ে আছে।
পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ সরকারের উন্নয়নগুলো জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি নির্বাচনে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেজন্য মিডিয়াকে দায়িত্বশীল হবার আহবান জানান।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেটের সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি ফয়জুল রহমান আলওয়ার, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এফতার হোসেন পিয়ার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়ির সাংবাদিক আল আজাদ, ইমজার সহ-সভাপতি সজল ছত্রী, বিলকিস আক্তার সুমি, সহ-সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, আব্দুল মালিক জাকা, ইকরামুল কবির, মইনুদ্দিন মঞ্জু, সৈয়দ রাসেল সহ ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট ডায়বেটিক এন্ড জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান। সেখানে তিনি কর্মরত ডাক্তার, নার্স ও পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন।
সিলেট ডায়বেটিক সমিতি নির্বাহী কমিটির সহসভাপতি ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহসভাপতি ডা. মো. আলতাফুর রহমান প্রমুখ।







